চুরি হওয়া মোবাইল ফেরত পেলেন ধোনি

  20-03-2017 01:06PM

পিএনএস ডেস্ক: দিল্লি পুলিশের তৎপরতায় চুরি যাওয়া তিনটি মোবাইল ফেরত পেলেন মহেন্দ্র সিং ধোনি৷ বাংলার সঙ্গে বিজয় হাজারের সেমিফাইনালের আগে ধোনিদের টিম হোটেলে আগুন ধরে যায়৷ তখনই মোবাইল গুলি চুরি হয়ে গিয়েছিল৷

শুক্রবার দিল্লির আইটিসি ওয়েলকাম হোটেলে ঝাড়খণ্ড টিমের সহখেলোয়াড়দের সঙ্গে প্রাতঃরাশ সারছিলেন দলের অধিনায়ক ধোনি৷ সেই সময়ই কাছের একটি মল থেকে আগুনটা ছড়িয়ে পড়ে৷ ধোঁয়ার কুন্ডলি তার চোখেই প্রথম ধরা পড়ে৷ তিনি সঙ্গে সঙ্গেই সবাইকে সতর্ক করে দেন৷ দলের সবাইকে হোটেল থেকে বেরিয়ে যেতে বলেন মাহি৷ শুধু তাই নয়, হোটেলে আটক অন্যান্যদের বের করে আনার জন্য সেখানকার কর্মীদের প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি৷ যখন তিনি এইসব লিয়ে ব্যস্ত ছিলেন সেই ফাঁকেই কেউ মোবাইল গুলি হাতিয়ে নেয় ৷

দিল্লি পুলিশ ধোনির এফআইআর পাওয়ার পর মোবাইলগুলির খোঁজ শুরু করে৷ এরপর তারা ধোনির নম্বরে কল করেন৷ ফোন ধরেন হোটেলরই এক স্টাফ৷ তিনি স্বীকার করেন হোটেলে যখন আগুন লাগে, তখন তিনি মোবাইল গুলি কার না জেনেই নিয়ে গিয়েছিলেন৷ পুলিশ ফোন করার কিছুক্ষণ পরেই তিনি স্থানীয় থানায় এসে মোবাইল গুলি ফিরিয়ে দিয়ে যান৷

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন