রিয়ালের ৫, বার্সার ৩

  23-10-2017 11:33PM

পিএনএস ডেস্ক: জানুয়ারির পরিবর্তে ফিফা বর্ষসেরা পুরস্কারের প্রথা এগিয়ে আনা হয়েছে অক্টোবর মাসে। ফিফা আগেই ঘোষণা করেছিল, এদিন ঘোষণা করা হবে ফিফা বর্ষসেরা ফুটবলারের নাম। সে হিসেবেই সুইজারল্যান্ডের জুরিখে ফিফা সদর দপ্তরে শুরু হয়েছে ফিফা প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড গালা নাইট।

সেখানেই ঘোষণা করা হয়েছে বর্ষসেরা একাদশ। যেখানে প্রাধান্য স্প্যানিশ লা লিগার। মোট ৮জন ফুটবলারই এই একাদশে ঠাঁই পেয়েছেন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা থেকে। মজার ব্যাপার হলো ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা জার্মান বুন্দেসলিগার কোনো ফুটবলারই ঠাঁই পেলেন না এই সেরা একাদশে।

রিয়াল মাদ্রিদের ৫ ফুটবলারই জায়গা পেয়েছে বর্ষসেরা একাদশে। বার্সেলোনার তিনজন। তবে এর মধ্যে নেইমারকে যদি বাদ দেয়া হয়, তাহলে বার্সার দু’জন। নেইমারকে ধরা হয়েছে বার্সার পারফরম্যান্সের জন্যই।

রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়াও রয়েছেন ডিফেন্ডার সার্জিও রামোস, মার্সেলো, মিডফিল্ডে লুকা মডরিচ এবং টনি ক্রুস। লিওনেল মেসির সঙ্গে বার্সা থেকে রয়েছেন মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।

গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন জুভেন্তাসের ইতালিয়ান কিংবদন্তি জিয়ানলুইজি বুফন। এছাড়া জুভেন্তাসের, বর্তমানে এসি মিলানের লিওনার্দো বোনুচ্চি রয়েছেন এই একাদশে। পিএসজির ডিফেন্ডার দানি আলভেজ রয়েছেন এ একাদশে। আক্রমণভাগে বিশ্বসেরা তিন ফুটবলারই রয়েছেন এ তালিকা। মেসি-রোনালদো এবং নেইমার।

ফিফা ফিফপ্রো একাদশ
গোলরক্ষক : জিয়ানলুইজি বুফন (জুভেন্তাস)
ডিফেন্ডার : দানি আলভেজ (পিএসজি), লিওনার্দো বোনুচ্চি (জুভেন্টাস, বর্তমানে মিলানে), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ)।

মিডফিল্ডার : লুকা মডরিচ, টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা)
স্ট্রাইকার : নেইমার (বার্সেলোনা, বর্তমানে পিএসজি), মেসি (বার্সেলোনা), ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন