টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি

  16-05-2018 04:31PM

পিএনএস ডেস্ক : আগামী জুলাই মাসে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। এই সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। অ্যান্টিগা ও জ্যামাইকাতে দুই ম্যাচের টেস্ট সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দীর্ঘ প্রায় ১৪ বছর পরে জ্যামাইকার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ।

৪ জুলাই প্রথম টেস্ট শুরুর আগে কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত দুইদিনের অনুশীলন ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের ক্যারিবীয় সফর শুরু করবে। ৪-৮ জুলাই অ্যান্টিগায় অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এরপর ১২-১৬ জুলাই জ্যামাইকায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অ্যান্টিগায় ও তৃতীয় ম্যাচটি সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে। এই সেন্ট কিটসেই আয়োজিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। সিরিজের বাকি দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে।

এই নিয়ে চতুর্থবারের মত ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ২০০৪, ২০০৯ ও ২০১৪ সালে ক্যারিবীয় সফরে গিয়েছিল টিম টাইগার।

সিরিজের পূর্ণাঙ্গ সূচি :

৪-৮ জুলাই : প্রথম টেস্ট, অ্যান্টিগা

১২-১৬ জুলাই : দ্বিতীয় টেস্ট, জ্যামাইকা

২২ জুলাই : প্রথম ওয়ানডে, গায়ানা

২৫ জুলাই : দ্বিতীয় ওয়ানডে, গায়ানা

২৮ জুলাই : তৃতীয় ওয়ানডে, সেন্ট কিটস

৩১ জুলাই : প্রথম টি-টোয়েন্টি, সেন্ট কিটস

৪ আগস্ট : দ্বিতীয় টি-টোয়েন্টি, ফ্লোরিডা

৫ আগস্ট : তৃতীয় টি-টোয়েন্টি, ফ্লোরিডা

পিএনএস- জে এ -মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন