নির্বাচনের পোষ্টার লাগানোকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাকে হত্যা

  25-10-2016 08:31PM

পিএনএস, নরসিংদী : নরসিংদী জেলার মাধবদীর কাঠাঁলিায়ায় পুনঃনির্বাচনের পোষ্টার লাগানোকে কেন্দ্রকরে হযরত আলী (৭০) নামে এক মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে। জানা যায়, সোমবার ২৪ অক্টোবর রাতে নির্বাচনী পোষ্টার লাগানোকে কেন্দ্র করে হযরত আলীর সঙ্গে একই এলাকার আল-আমিন ও আলম হোসেনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায় উত্তেজিত হয়ে আলম হযরত আলীকে ঘুষি মারতে থাকে পরে হযরত আলী গুরুত্বর আহত হয়ে মাটিতে লুঠিয়ে পরে।

গ্রামবাসী আহত হযরত আলীকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় ও ময়না তদন্ত শেষে।

মঙ্গলবার বিকাল ৫টায় নিহতের লাশ তার নিজ বাড়ীতে পাঠানো হয়েছে। তবে এ হত্যাকান্ডটি কিভাবে হয়েছে ময়না তদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত এ সম্পর্কে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। এদিকে এঘটনায় নিহতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে ও ঘাতদের বিচারের দাবী স্থানিয়রা প্রশাসনের সু-দৃস্টি কামনা করছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন