কমলগঞ্জে আব্দুর নূর-নূরজাহান চৌধুরী ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  02-12-2016 07:25PM

পিএনএস, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আব্দুর নূর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাস্টের ৩য় মেধাবৃত্তি পরীক্ষা-২০১৬ উৎসবমুখর পরিবেশে শুক্রবার সকালে পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় ও আহমদনগর দাখিল মাদ্রাসা কেন্দ্রে অনষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষার সমন্বয়কারী মিজানুর রহমান মিষ্টার জানান, মেধাবৃত্তি পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার ৪৯টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪০৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ৪র্থ শ্রেণির ১৫৭ জন, ৫ম শ্রেণির ১৪৯ জন ও ৮ম শ্রেণির ৯৯ জন শিক্ষার্থী। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের উপর সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেধাবৃত্তি পরীক্ষায় অতিথি হিসাবে পরীক্ষা পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, আব্দুর নূর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব আব্দুর নূর মাষ্টার, ট্রাষ্টি ও ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, কমলগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক আলমগীর হোসেন, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক মিছবাউর রহমান চৌধুরী। ২টি কেন্দ্রে হল সুপার ছিলেন শিক্ষক নিখিল কান্তি গোস্বামী ও শিক্ষক জমসেদ আলী।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন