উদ্ধার করা ১১ গরু নিয়ে বিপাকে পুলিশ

  10-01-2017 08:06PM

পিএনএস: উদ্ধার করা ১১টি গরু নিয়ে বিপাকে পড়েছে বোয়ালখালী থানা পুলিশ। গরুগুলোকে নিয়মিত খাবার দিতে হচ্ছে। রাত জেগে পাহারাও দিতে হচ্ছে। এজন্য মোতায়েন করা হয়েছে পুলিশ টিম।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, গরুগুলোর খাওয়া এবং পাহারা নিয়ে আমাদের পুরো একটি টিমকে ব্যস্ত থাকতে হচ্ছে। নিজেদের অফিসিয়াল কাজ করব নাকি গরু পাহারা দেব, এক সমস্যার মধ্যে পড়েছি।

ওসি জানান, ১১টি গরুর মধ্যে ৪টি গরুর মালিক পাওয়া গেছে। চকরিয়ার আবু ইউছুপ বোরহান তার চারটি গরু নিশ্চিত করে চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে আইন প্রক্রিয়া শেষ করে গরুগুলো এখনও মালিকের কাছে হস্তান্তর করা যায়নি।

বাকি ৭টি গরুর মালিক এখনও পাওয়া যায়নি বলে জানান ওসি।

সোমবার (০৯ জানুয়ারি) উপজেলার উত্তর গোমদন্ডী বাংলা পাড়ার আলী সারেং বাড়ির আবু তৈয়বের গোয়াল ঘর থেকে ৭টি এবং তার ভাই বাদশা মিয়ার গোয়াল ঘর থেকে আরও ৪টি গরু উদ্ধার করা হয়। আবু তৈয়ব ও বাদশা মিয়া পলাতক আছে।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন