অস্ত্রসহ সন্দেহভাজন জঙ্গি আটক

  14-01-2017 11:56AM


পিএনএস, নাটোর: নাটোর সদর উপজেলার চাঁদপুর গ্রামে একটি বাড়ি থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, ওই যুবক নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেমবির সদস্য।

বাড়িটিতে জেএমবি সদস্যরা আস্তানা গেড়েছিল। গতকাল শুক্রবার রাতে ফজলুর রহমান (২২) নামে ওই এক যুবককে পুলিশ আটক করে। তার কাছ থেকে চারটি পিস্তল, ছয়টি ম্যাগজিন, ১৭টি গুলি, দুটি চাপাতি, একটি ছুরি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ফজলুরের বাড়ি চাঁদপুর গ্রামেই।

নাটোর পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ও বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামানের ভাষ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে তারা যৌথ অভিযান চালান। সেখানে জেএমবি সদস্যরা আস্তানা গড়ে তুলেছিল। নাটোর ও বগুড়ার পুলিশ সুপার আরও জানান, ফজলুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। ফজলুর নাটোর এনএস সরকারি কলেজের ছাত্র বলে তারা জানান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন