খুলনায় আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

  26-02-2017 01:56AM


পিএনএস ডেস্ক: সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের মামলায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় আজ রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি এ ধর্মঘটের ডাক দেয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মতুর্জা হোসেন বলেন, 'বাসচালক জামির হোসেনকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা রোববার থেকে অনিদির্ষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি।'

তিনি বলেন, 'খুলনা বিভাগের ১০ জেলার বাস, ট্রাক, মিনিবাসসহ সব ধরনের পরিবহন সংশ্লিষ্টদের ধর্মঘট পালনের নির্দেশনা দেয়া হয়েছে।'

গত ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওইদিন দুপুর ২টা থেকেই চুয়াডাঙ্গা জেলায় পরিবহন ধর্মঘট ডাকা হয়। সেটি চলা অবস্থায় শনিবার আরও ৯টি জেলা যুক্ত করে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হল।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন