রাজধানী থেকে অপহৃত শিশু নারায়ণগঞ্জে উদ্ধার

  01-03-2017 07:40PM

পিএনএস: রাজধানীর মিরপুর থেকে মরিয়ম নামে ৮ মাসেরে এক শিশুকে অপহরণের ১০দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে শিশু মরিয়ককে উদ্ধার করে র‌্যাব-১১ এর সদস্যরা।

এসময় ঘটনার জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মিনারা ওরফে তানিয়া (৪০) ও মাসুম (৩০) ও তার স্ত্রী মৌসুমী (২১)।

বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্নেল কামরুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকার শাহ আলী থানা এলাকার বাসিন্দা সেতু বেগম ১৯ ফেব্রুয়ারি থেকে তার ৮ মাসের শিশু মরিয়ম নিখোঁজ বলে ২২ ফেব্রুয়ারি র‌্যাব-১১ এর কাছে অভিযোগ করেন।

ওই অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. আলেপ উদ্দিনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দরে অভিযান চালিয়ে শিশু মরিয়মকে উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করে।

এ অপহরণ চক্রের অপর দুই সদস্য আল আমিন (২৮) ও তার স্ত্রী সালমা (২২) পলাতক রয়েছেন বলে জানান তিনি।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন