বেনাপোলে ভিক্ষুক মুক্ত করতে গরু ছাগল, ভ্যান, সেলাই মেশিন বিতরন

  27-03-2017 03:44PM

পিএনএস, বেনাপোল : যশোরের শার্শা উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন জেলা প্রশাসন। সোমবার শার্শা উপজেলার৩১৫জন ভিক্ষুকের মধ্যে ভ্যান-গরু ছাগল,হাস মুরগি,সেলাইমেশিন ও চা সামগ্রী বিতরন অনুষ্টান করা হয়েছে। জেলা প্রশাসের আয়োজনে শার্শা উপজেলা পরিষদের সামনে এক আনুষ্টানিকতার মাধ্যমে উপজেলার ১১টি ইউনিয়নের ভিক্ষুকদের মধ্যে এসব সামগ্রী বিতরন করা হয়। শার্শায় ১৮৮জন ভিক্ষুকদের মধ্যে আনুষ্টানিকতার মাধ্যমে এসব উপকরন বিতরন করা হয়।

বিকালে পৌর মেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্ব অনুষ্টিত সভায় বেনাপোল পৌর এলাকার ১৩৩জন ভিক্ষুকদের মধ্যে আনুষ্টানিকতার মাধ্যমে উল্লেখিত উপকরন বিতরন করা হয়। পর্যাযক্রমে সব ভিক্ষকদের পুনবাসনের পরকলল্পনা নেওয়া হবে বলে জানান পৌর মেয়র লিটন।

যশোর জেলা প্রশাসক ড: হুমায়ুন কবিরের সভাপতিত্ব র্শ্শায় আলোচনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখের খুলনা বিভাগীয় কমিশনার মো: আব্দুস সামাদ,যশোর পুলিশ সুপার আনিসৃর রহমান,উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু,ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,প্রানী সম্পদ কর্মকর্তা ড:জয়দেব কুমার সিংহ-সদর চেয়ারম্যান সোয়ারাব হোসেন প্রমুখ।

উপজেলা প্রশাসনের পক্ষে অতিথিদেরকে ক্রেষ্ট দিয়ে বরন করে নেওয়া হয়। ১১টি ইউনিয়নের সুধিজনেরা অনুষ্টানে উপস্তিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন