নীলফামারীতে মুক্তিযুদ্ধের গল্প বলি বিষয়ক আলোচনা সভা

  28-03-2017 07:03PM

পিএনএস, নীলফামারী : “বঙ্গবন্ধুর গল্প শুনি, মুক্তিযুদ্ধের গল্প বলি ” এই প্রতিপাদ্য বিষয়ের উপরে মঙ্গলবার দুপুরে নীলফামারীর নীলসাগর একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় আলোচকরা নীলসাগর একাডেমীর ক্ষুদে শিক্ষার্থীদের উদ্যেশ্যে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধের বিভিষিকাময় দিনগুলির উপরে দীর্ঘ আলোচনা করেন।

আজ সারাবেলার আয়োজনে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠাণ নীলসাগর গ্রুপের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠাণে আলোচক হিসেবে ছিলেন সারাবেলার সম্পাদক জব্বার হোসেন, সুচিন্ত ফাউন্ডেশনের ট্রাষ্টি পরিচালক কানতারা কে খান, নীলসাগর ক্যাডেট একাডেমীর সভাপতি সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ আফজালুল হক নান্নূ, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল আলম প্রমুখ।

আলোচনা অনুষ্ঠাণ শেষে আজ সারাবেলার পক্ষ থেকে অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ আফজালুল হক নান্নূ ও মুক্তিযোদ্ধা আব্দুস সালামের হাতে ক্রেষ্ট তুলে দেন জব্বার হোসেন এবং কানতারা কে খান। এ ছাড়াও নীলসাগর ক্যাডেট একাডেমী লাইব্রেরীতে মুক্তিযুদ্ধ বিষয়ক বই ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল আলমের হাতে তুলে দেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন