ফরিদপুরে দুর্ঘটনা; কৃষি কর্মকর্তা নিহত

  30-05-2017 12:37AM

পিএনএস ডেস্ক: ফরিদপুরের চরভদ্রাসনে যাত্রীবাহী একটি মিনিট্রাক গাছের সঙ্গে ধাক্কা লেগে সুবোধ চন্দ্র চৌধুরী (৪৫) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুবোধ চন্দ্র চরভদ্রাসন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছিলেন। তার বাড়ি পার্শ্ববর্তী সদরপুর উপজেলার চর চাদপুর গ্রামে।

স্থানীয়রা জানান, ফরিদপুর টেপাখোলা থেকে চরভদ্রাসনের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী টাটা নিটল মটরস’র সাথী পরিবহন (খুলনা মেট্রো-চ-১১-০০৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা তিন যাত্রী মারাত্মকভাবে আহত হয়। এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবোধ চন্দ্রকে মৃত ঘোষণা করেন। আশাঙ্কাজনক অবস্থায় অপর দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চরভদ্রাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন