কালিহাতীতে বিলবর্ণী গ্রামবাসীদের জন্য বাঁশের সাঁকো নির্মাণ

  20-07-2017 08:27PM

পিএনএস, কালিহাতী টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বিলবর্ণী নদীর ওপর ব্যক্তি উদ্যোগে গ্রামবাসীদের জন্য বাঁশের সাঁকো নির্মাণ করে দিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী।

বৃহস্পতিবার দুপুরে তিনি এই সাঁকোটি উদ্বোধন করেন। সাঁকোটি নির্মাণের ফলে নদীর দুই পারের মানুষ এখন সহজেই যাতায়াত করতে পারবেন বলে জানান এলাকাবাসী ।

বিলবর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী জানান, নদীর ওপর কোন ব্রীজ না থাকায় গ্রামবাসীদের প্রায় ৪ থেকে পাঁচ কিলোমিটির ঘুরে যাতায়াত করতে হত। ছাত্র ছাত্রীরাও স্কুলে আসত দেরিতে। নদীর ওপর সাঁকো নির্মাণের ফলে মানুষ এখন খুব সহজেই যাতায়াত করতে পারবেন।

জয় নামের সপ্তম শ্রেণির এক ছাত্র জানান, আমাদের অনেক ঘুরে বিদ্যালয়ে যেতে হয়। সাঁকোটি নির্মাণ করাতে আমরা এখন খুব তারাতারি স্কুলে পৌঁছাতে পারবো।

এ ব্যাপারে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন, নদীর ওপর ব্রীজ না থাকায় কয়েক হাজার মানুষের যাতায়াতে অনেক কষ্ট হত। নদীর ওপর সাঁকো নির্মাণের ফলে মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে বলে আশা করি ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন