অবৈধভাবে ভারত থেকে আসার সময় ৩ ভারতীয়সহ ৯ নারী-পুরুষ আটক

  12-08-2017 05:10PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৩ ভারতীয় নাগরিকসহ ৯ অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে বেনাপোল কোম্পানি সদরের বিজিবি সদস্যরা।

শনিবার ভোরে সীমান্তের গাতিপাড়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো-মামুন খলিফা(৩০),তাসলিমা খাতুন(২৭),আঃ রাজ্জাক(২২),সুমন মিয়া(২০),দ্বিন ইসলাম(৪৫),জোছনা বেগম(৩০),ভারতীয় মিতলেস(৪০),শ্রীরাম সেবাগ(১৭) ও শিশু লক্ষীবর। এদের বাড়ি মোড়গঞ্জ, বাগেরহাট ও ভারতের বেরুলি জেলার আওলে থানার বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়,গোপন একটি খবর আসে অবৈধ পথে ভারত থেকে বেশকিছু নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করে যশোরের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা গাতিপাড়া সীমান্তের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এক শিশুসহ ৯ জন অবৈধ অনুপ্রবেশকারী নারী-পুরুষকে আটক করে।
ববর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম অবৈধভাবে ভারত থেকে আসার সময় ১ শিশুসহ ৯ নারী-পুরুষকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন