ভৈরবে হরিজন সম্প্রদায়ের মাঝে সংঘর্ষ, আহত ১০

  20-10-2017 09:49PM

পিএনএস : কিশোরগঞ্জের ভৈরবে শুক্রবার দুপুরে ঘর বাঁধা নিয়ে হরিজন সম্প্রদায়ের মহল্লায় দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত রাজকুমার রুবিদাস ও জনি রুবিদাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্য আহতরা হলেন- দুলু রুবিদাস, বেবী রুবি দাস, চম্পারানী রুবিদাস, রতন রুবিদাস, মকুল রুবিদাস ও রনি রুবিদাস। এদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে ধনু রুবি দাস ও রাজকুমার রুবিদাস দুটি পক্ষ ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় রেলওয়ে লাইন সংলগ্ন জমিতে একই স্থানে ঘর তুলতে গেলে এই সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হরিজন মহল্লায় এই সংঘর্ষের সৃষ্টি হয়। তিনি বলেন, রেলওয়ে ভূমিতে ঘর বাঁধা ও আধিপাত্য বিস্তার নিয়ে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও কোন পক্ষ অভিযোগ দিতে থানায় আসেনি। তবে তাদের কেউ অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন