বেনাপোল বন্দরে ২দিন পর আমদানি-রফতানি শুরু

  17-12-2017 07:18PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পেট্টাপোলে স্থলবন্দর দিয়ে ২দিন পর রবিবার সকাল থেকে পুরোদমে আমদানি-রফতানি কার্য্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সাড়ে ২৩৬ ট্রাক পন্য দু’দেশের বন্দরে প্রবেশ করেছে। বন্দর অভ্যান্তরে জোর গতিতে চলছে পন্য লোড আনলোড। প্রান চাঞ্চল্য ফিরেছে বন্দর শ্রমিকদের। ব্যবসায়িদের কাটছে ব্যস্ত সময়। কমতে শুরু করেছে পণ্যবাহি ট্রাকজট।

বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম জানান, শুক্রবার এবং শনিবার বিজয় দিবসে সরকারি কোন ছুটি না থাকলেও এ বন্দর দিয়ে আমদানি রফতানি ছিল বন্ধ। অঘোষিত ছুটি ছিল বন্দরে। তবে বন্দর ও কাষ্টম খোলা থাকলেও কোন কাজকর্ম হয়নি। রবিবার সকাল থেকে পুরোদমে শুরু হয়েছে আমদানি রফতানি। সকাল থেকে বাংলাদেশে প্রবেশ করেছে ১৫৮টি ট্রাক পণ্য রফতানি হয়েছে ৭৮ ট্রাক পণ্য।২ দিনের ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত কাজ করছেন বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনসহ বন্দর ও কাষ্টম কর্তৃপক্ষ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন