পিএনএস, স্টাফ রিপোর্টার (বাগেরহাট) : সারা দেশের ন্যায় রামপালে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইসিপি কর্মচারীরা চাকুরী জাতীয়করনের দাবিতে ২য় দিনের মত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচী পালন করেছে। এতে উপজেলার ১০টি ইউনিয়নের ২৪টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কর্মচারীগণ অবস্থান কর্মসূচী পালন করায় তৃনমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে।
সোমবার পর্যন্ত এ কর্মসূচী পালন করা হবে বলে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এ্যাসোসিয়েশনের সভাপতি নুরইসলাম শেখ জানিয়েছেন আমরা আমাদের এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন দাবি সম্বলিত স্মারক লিপি প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়েছে।
পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল
রামপালে সিএইসিপি কর্মচারীদের অবস্থান কর্মসূচী
