গফরগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক্টর উল্টে পুকুরে, চালক নিহত

  13-02-2019 05:49PM

পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক্টর উল্টে পুকুরে ডুবে সোহাগ মিয়া (২৫) নামে লড়ির চালক নিহত হয়েছেন। নিহত লড়ি চালক সোহাগ মিয়া উপজেলার গাভীশিমুল গ্রামের ওয়াকিল মিয়ার ছেলে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার গাভী শিমূল-উস্থি বোর্ড বাজার সড়কের গন্ডপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে গাভী শিমূল-উস্থি সড়কের গন্ডপাড়া নামক স্থানে একটি বালিবাহী ট্রাক্টর লড়ি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে যায়।এসময় গাড়ির চালক সোহাগ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এ সময় লরির অজ্ঞাত হেলপার সাঁতরে পালিয়ে যায়। ঘটনার পর লরির মালিক কাঞ্চন মিয়া নিহত চালকের লাশটি সরিয়ে নেন। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহতের লাশ পাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, মনে হয় লরির মালিক ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি সংঘর্ষের কানো ঘটনা নয়। লরিটি উল্টে চাপা পড়ে চালক মারা গেছেন। এ ব্যাপারে জিডিমূলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন