মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ২২ রোহিঙ্গা আটক

  21-01-2020 09:01AM



পিএনএস ডেস্ক: সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ২২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে টেকনাফের শ্যামলাপুর নোয়াখালীপাড়া এলাকায় জমায়েত অবস্থায় তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১৮ জন নারী, এক শিশু এবং তিনজন পুরুষ রয়েছে। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মানবপাচার চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গাকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য নোয়াখালীপাড়া এলাকায় জমায়েত করে। খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরে সাগরপাড়ে নৌকার জন্য অপেক্ষায় থাকা ২২ রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ ক্যাম্পে পাঠানো হবে বলে তিনি জানান।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন