নবাবগঞ্জে নির্বাচিত পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  26-01-2020 05:49PM

পিএনএস, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ শ্লোগান কে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে নির্বাচিত পাট চাষীদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

পাট অধিদপ্তর,বস্ত্র ও পাট মন্ত্রনালয় দিনাজপুরের আয়োজনে আজ রবিবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষণে চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন পাট অধিদপ্তর দিনাজপুরের পাট উন্নয়ন কর্মকর্তা দিলিপ কুমার মালাকার ও নবাবগঞ্জ উপজেলার উপ সহকারী পাট উন্নয় কর্মকর্তা শফিকুল ইসলাম। ওই প্রশিক্ষণে উপজেলার ৬টি ইউনিয়নের ১০০ জন চাষী অংশ গ্রহন করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন