করোনাজয়ী তানোর থানার দুই সদস্যকে এসপির অভ্যর্থনা

  22-05-2020 03:41PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহী তানোর থানার করোনাজয়ী দুই সদস্য অভ্যর্থনা দিলেন রাজশাহী পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ।

এদেও মধ্যে এক পুলিশ সদস্য ও পরিচ্ছন্নতা কর্মীকে অভ্যর্থনা দেয়া হয়। হাসপাতাল থেকে করোনা মুক্ত হয়ে ছুটি পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ের প্রবেশ মুখে তাদের ফুল দিয়ে স্বাগত জানান এসপি।

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সামনের সারির যোদ্ধা হিসেবে নিরন্তর কাজ করে চলেছে বাংলাদেশ পুলিশ।

এদিকে, বিকেলে দুই পুলিশ সদস্য তানোর থানায় আসলে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান ও ওসি (তদন্ত) আনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা তাদেরকে স্বাগত জানান। ওসি রাকিবুল হাসান বলেন, ‘করোনা থেকে সুস্থ্য হওয়া দু’জনকে থানায় বরণ করে নেওয়ার পর পৃথকভাবে তাদেরকে বিশ্রামে রাখা হয়েছে।

তনোর থানা সূত্র জানায়, গত ৫ মে থানার একজন পুলিশ কনস্টেবল ও একজন পরিচ্ছন্নতাকর্মীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। তাদের রাজশাহী জেলা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়। ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর দ্বিতীয় টেস্টে করোনা নেগেটিভ আসায় তাদেরকে ছাড়পত্র দেয়ায় হয়। এরপর পুলিশ সুপার কার্যালয়ে ও তানোর থানায় তাদের পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন