আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে

  19-10-2020 12:06AM

পিএনএস ডেস্ক : আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (নতুন ইপিজেড) প্যাক্সার বাংলাদেশ লিমিটেডে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সাভার ফায়ার সার্ভিসের আরও ৩টি ও ১টি স্পেশাল ইউনিট যোগ দেয়। প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটসহ মোট ৯টি ইউনিট চার ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত চলছে, পরে জানানো হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন