ডিমলায় প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশনের মাতৃভাষা দিবস পালন

  21-02-2021 04:12PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : একুশে ফেব্রুয়ারী অমর হউক স্বার্থক হউক,ভাষাসৈনিকের রক্ত, বৃথা যেতে দিবনা, এই শ্লোগান করে নীলফামারী ডিমলা উপজেলার চাপানীর হাট প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) আয়োজনে নানা আনুষ্ঠানিককতার মধ্যে দিয়ে যথাযথ মর্যদায়আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারী পালন করা হয়।

দিবসটিকে ঘিরে বিপিডিএর সহ সভাপতি ডাঃ মোজামেল হকের বলিষ্ঠ নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালী অফিস কক্ষ থেকে বের হয়ে চাপানীর হাট হাইওয়ে রোড হয়ে প্রধান প্রধান সড়ক৷ প্রদিক্ষণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভার পূর্বে জাতীয় ও কাল পতাকা উত্তেলোন, শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন,পুষ্পানজলি অর্পণ, নিরবতা পালন,কাল ব্যাচ ধারন, বীর মুক্তিযোদ্ধের সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা শেষে শহীদের উদ্দেশ্যে আলোচনা রাখেন বিপিডিএ বীর মুক্তিযোদ্ধা ডাঃসুনিল বন্ধু বর্মা,বীর মুক্তিযোদ্ধা ডাঃ নরেস চন্দ্র রায়, ডাঃ মোঃ আবুল কাসেম,ডাঃমোঃআবুল কাশেম,ডাঃ সফিকুল ইসলাম,ডাঃজাহাঙ্গীর আলম,ডাঃ মশিউর রহমান,ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র উপসহকারী অফিসার ডাঃমোঃ তারিকুজ্জামান তারিকুল।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন