ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীদের জরিমানা

  18-04-2021 01:35PM

পিএনএস ডেস্ক : সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ মালামাল রাখা, সামাজিক দূরত্ব বজায় না রেখে কেনাবেচা করাসহ নানা অপরাধে ঝিনাইদহে অর্ধশত ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের পরিচালিত কয়েকটি ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

জেলা প্রশাসক জানান, রমজান ও লকডাউনের কারণে সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে ও ক্রয়কৃত পণ্যে বিক্রির সময় বেশি দাম রাখা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় শহরের নতুন হাটখোলা, পুরাতন হাটখোলার কাঁচামাল, মুদি, মাছ ব্যবসায়ীদের বিভিন্ন অংকের জরিমানা করা হয়। এছাড়াও মাস্ক না পড়ে কেনাবেচা করার অপরাধেও জরিমানা করা হয়।


পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন