
এক কেজি আলুর দাম ৫০,০০০ রুপি!
04-06-2023 11:11AM
পিএনএস ডেস্ক : সবজির মধ্যে সবচেয়ে সস্তায় পাওয়া যায় আলু, তাই এর চাহিদাও বেশি। আলুর দাম যদি একশ বা দুশ নয়, কয়েক হাজার টাকা হয়, তাহলে? এ তো ‘কল্পনা’ও করা যায় না। আলু, তা-ও আবার হাজার হাজার টাকা দাম! কিন্তু বাস্তবে এমন এক ধরনের আলু আছে, যার এক কেজির দাম ৪০-৫০ হাজার রুপি। তাও চাইলেই পাওয়া যায় না।এই আলুর নাম ‘লা বোনোতে’। বছরে মাত্র ১০ দিন পাওয়া যায় বিরল প্রজাতির এই আলু। ফ্রান্সের ইলে দ্য নয়েরমোঁতিয়ের দ্বীপে এই প্রজাতির আলুর চাষ হয়। এত বিরল যে মাত্র ৫০ বর্গমিটার এলাকায় চাষ হয় এই...বিস্তারিত