পিএনএস ডেস্ক : বরগুনার বেতাগী উপজেলার ছোট মোকামিয়া গ্রামের একটি পুকুরে পাওয়া গেছে মাঝারি সাইজের সাতটি ইলিশ মাছ।
ওই এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য রিজিয়া বেগমের বাড়ির পুকুরে ধরা পড়েছে মাছগুলো। পুকুরে চাষ করা মাছ ধরতে গেলে তাদের জালে ইলিশগুলো ধরা পড়ে।
ওই বাড়ির বাসিন্দা মো. শাহিন বলেন, প্রতিটি ইলিশের ওজন ৪০০-৫০০ গ্রাম। বিষয়টি সত্যিই অবাক করার মতো।
তিনি জানান, কীভাবে পুকুরে ইলিশ এলো তা ভাবিয়ে তুলেছে তাদের। এভাবে পুকুরে ইলিশ চাষ সম্ভব হলে ইলিশের বাণিজ্যিক চাষ শুরু হতে পারে।
পুকুরসহ বদ্ধ জলাশয়ে ইলিশ চাষ শুরু করা গেলে দেশের মৎস্য খাতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টদের।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল গাফফার বলেন, পুকুরে ইলিশ পাওয়া গেছে, এটা আশ্চর্যের বিষয়। তবে পুকুরে ইলিশ চাষ নিয়ে গবেষণা চলছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের গবেষক ড. লোকমান হোসেন বলেন, বাণিজ্যিকভাবে পুকুরে ইলিশ চাষ নিয়ে গবেষণা চলছে। গবেষণা সফল হলে বদ্ধ জলাশয়েই চাষ করা যাবে রুপালি ইলিশ।
পিএনএস/এমবিবি
বরগুনায় পুকুরে মিললো ইলিশ
21-06-2022 04:42PM
