পিএনএস ডেস্ক : সৌদি আরব থেকে ২৫৮ কোটি টাকার ৪০ হাজার টন ডিএপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে মঙ্গলবার (৪ এপ্রিল) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মাদিন কোম্পানির কাছ থেকে এই সার কেনা হবে। এতে সরকারের ব্যয় হবে ২৫৭ কোটি ৯৪ লাখ চার হাজার ৮০০ টাকা।
এ ছাড়া সভায় আরও তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের একটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি।
এই তিন প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৯৫৯ কোটি ৪০ লাখ ৯৩ হাজার ২২৩ টাকা। এর মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৭০১ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৪২৩ টাকা এবং দেশীয় ব্যাংক ঋণ ২৫৭ কোটি ৯৪ লাখ ৪ হাজার ৮০০ টাকা।
পিএনএস/এমবিবি
সৌদি থেকে ৪০ হাজার টন সার কিনবে সরকার
04-04-2023 10:30PM