পিএনএস ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের কমরআলী রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা মো. খোকন (২৮) ও মো. মোস্তফা (৩৫), সন্দ্বীপের বাসিন্দা সুমন মিয়া (৩৩), বরিশালের বাবুগঞ্জের বাসিন্দা রাসেল হোসেন (৩৩) ও কুমিল্লার নাঙ্গলকোটের বাসিন্দা মনসুর আলম (৩৬)।
মিরসরাই থানার ওসি সহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা একটি ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাড়ির যাত্রীদের জিম্মি করে ডাকাতি করে আসছিল বলে অভিযোগ ছিলো। শুক্রবার তথ্য পেয়ে এক অভিযানে তাদের গ্রেফতার করে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এসএস
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫
16-03-2024 04:56PM