পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা

  26-07-2021 12:37PM

পিএনএস ডেস্ক: সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবনতায় চলছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের সামান্য উত্থান দেখা গেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪১৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক শূন্য দশমিক ৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২৩৩৩ ও ১৩৯৪ পয়েন্টে।

লকডাউনে সশরীরে ব্রোকারেজ হাউসে যেতে মানা
দিনের এ সময় পর্যন্ত ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেনে দরবৃদ্ধি পেয়েছে ১৪৪টি কোম্পানির এবং দর কমেছে ১৭১টি কোম্পানির। এ ছাড়া দর অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১ পয়েন্ট। একই সময়ে সূচকটি ১৮ হাজার ৬৭৪ পয়েন্টে অবস্থান করে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন