৬ ব্যাংকের ট্রেজারি প্রধানকে বদলির নির্দেশ

  09-08-2022 03:17AM

পিএনএস ডেস্ক : ডলার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার পাঁচটি দেশি এবং একটি বিদেশি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর এ সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয়েছে।

বৈদেশিক মুদ্রাবাজার অস্থিতিশীল করার অভিযোগে ছয় ব্যাংকের ট্রেজারি শাখার প্রধানকে মানব সম্পদ শাখায় বদলির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার এ অভিযোগের কথা উল্লেখ করে ঐ ৬ ব্যাংককে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চিঠিতে বলা হয়, দেশের বৈদেশিক মুদ্রা বাজারের চলমান অস্থিতিশীলতার সুযোগ নিয়ে ঐ কর্মকর্তারা নিজ ব্যাংকের অতিরিক্ত মুনাফা অর্জনে সহায়তা করেছেন।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন