ডিএসইতে ৭৩৪ কোটি টাকা লেনদেন

  18-09-2023 09:25PM

পিএনএস ডেস্ক: শেয়ারবাজারে লেনদেন কমেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৩৪ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ১৩৩ কোটি টাকা কম। এছাড়া সপ্তাহের দ্বিতীয় দিনে ডিএসইতে ৮৪টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে কমেছে মূল্যসূচক ও বাজারমূলধন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে- ডিএসইতে সোমবার ৩১৮টি কোম্পানির ১৩ কোটি ৬৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৭৩৪ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৬৮টি কোম্পানির শেয়ারের, কমেছে ৮৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে দশমিক ৩১ পয়েন্ট কমে ৬ হাজার ৩১০ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ২ দশমিক ২৭ পয়েন্ট কমে ২ হাজার ১৩৮ পয়েন্টে নেমে এসেছে।

ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬১ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে কমে ৭ লাখ ৭৬ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

শীর্ষ দশ কোম্পানি: ডিএসইতে সোমবার যেসব কোম্পানির শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- ফু-ওয়াং ফুড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, সোনালী পেপার এবং প্রভাতী ইন্স্যুরেন্স।

সোমবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং নিটল ইন্স্যুরেন্স।

অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- মেট্রো স্পিনিং, খান ব্রাদার্স পিপি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসী ফুটওয়্যার, ফু-ওয়াং ফুড, বীচ হ্যাচারী, জিকিউ বলপেন, ইউনিক হোটেল এবং মেঘনা পেট্রোলিয়াম।

পিএনএস/এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন