পাম অয়েলের দর আন্তর্জাতিক বাজারে আরও কমলো

  08-12-2023 12:17PM





পিএনএস ডেস্ক: মালয়েশিয়ার পাম অয়েলের সরবরাহ মূল্য আরও হ্রাস পেয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) তা গত ৪ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। এ নিয়ে টানা ৪ কার্যদিবসে বেঞ্চমার্কটির দরপতন ঘটলো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে অন্যান্য ভোজ্যতেলের দাম কমেছে। ফলে পাম অয়েলের মার্কেট চাপে পড়েছে। স্বাভাবিকভাবেই দর হারিয়েছে পণ্যটি।

আলোচ্য কার্যদিবসে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে বেঞ্চমার্ক পাম অয়েলের আগামী ফেব্রুয়ারির সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে ৬২ রিঙ্গিত বা ১ দশমিক ৬৪ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর স্থির হয়েছে ৩ হাজার ৭১৯ রিঙ্গিতে (মালয়েশিয়ার মুদ্রা)।

মুম্বাইভিত্তিক সুনভিন গ্রুপের পণ্য গবেষণা প্রধান অনিলকুমার বাগানি বলেন, দক্ষিণ আমেরিকার সয়াঅয়েলের দাম ক্রমাগত হ্রাস পাচ্ছে। ফলে শীতকালে নতুন ক্রেতাদের আকর্ষণ করতে পাম তেলে ছাড় দিতে বাধ্য হয়েছেন বিক্রেতারা। কারণ, এসময়

বৃহৎ ক্রেতা ভারত, চীন এবং অন্যান্য এশিয়ান দেশগুলো ঠাণ্ডা আবহাওয়ার কারণে এটি কেনা কমিয়ে দেয়।

আলোচিত কর্মদিবসে দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা সয়াঅয়েলের দরপতন ঘটেছে ১ দশমিক ৬০ শতাংশ। আর পাম অয়েলের চুক্তি মূল্য কমেছে ৩ দশমিক ২৯ শতাংশ। এছাড়া শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দর নিম্নগামী হয়েছে শূন্য দশমিক ২৪ শতাংশ।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন