পিএনএস ডেস্ক: কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না সয়াবিনের আন্তর্জাতিক বাজার। বৃহস্পতিবারও শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর হ্রাস পেয়েছে। এতে আবারও পণ্যটির মূল্য গত ৩ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বাণিজ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
তাতে বলা হয়, দক্ষিণ আমেরিকায় ব্যাপক সয়াবিন উৎপাদন হতে পারে। স্বাভাবিকভাবেই মজুত বৃদ্ধি পাবে। সেই তুলনায় চাহিদা কম থাকবে বলে ধারণা করা হচ্ছে। ফলে ভোজ্যতেল তৈরির মূল উপকরণের দাম কমেছে।
এ প্রেক্ষাপটে আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে আগামী মার্চের সয়াবিনের চুক্তি মূল্য হ্রাস পেয়েছে ১৩ সেন্ট। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ১১ ডলার ৪৭ সেন্টে। দিনের শুরুতে যা ছিল ১১ ডলার ৪৬ সেন্ট। ২০২০ সালের ডিসেম্বরের পর তা সবচেয়ে কম।
২০২৪ সালের শুরু থেকেই সিবিওটিতে সয়াবিনের দরপতন ঘটছে। কারণ, দক্ষিণ আমেরিকার দেশগুলোতে পণ্যটির উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান মারেক্সের জ্যেষ্ঠ কৃষি কৌশলবিদ টেরি রেইলি বলেন, লাতিন আমেরিকায় সয়াবিন ভালো আছে। বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে রেকর্ড উৎপাদন হচ্ছে। আর্জেন্টিনাতেও বাম্পার ফলনের প্রত্যাশা করা হচ্ছে। এতে চাপে পড়েছে পণ্যটির বাজার।
দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশ যেমন-উরুগুয়ে, পারাগুয়েতেও সয়াবিনের উৎপাদন ভালো হচ্ছে। এছাড়া বিশ্বের আরেক বৃহৎ উৎপাদক যুক্তরাষ্ট্রে জোগান বেড়েছে। ফলে বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। সবমিলিয়ে চাপে পড়েছে কৃষিজ পণ্যটির বৈশ্বিক বাজার।
পিএনএস/এমএইউ
আবারও বিশ্ববাজারে ৩ বছরের মধ্যে সয়াবিনের দর সর্বনিম্ন
25-02-2024 10:06AM