পিএনএস ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরসহ বিভিন্ন দফতরের ১৭ জন পদত্যাগ করেছেন।
আজ রবিবার দুপুর দেড়টার দিকে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ।
তিনি বলেন, রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন ১৭ জন। বিস্তারিত পরে বলতে পারব।
এর আগে, গত ১১ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের সদস্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. মহিবুল আজীজ।
পিএনএস/আনোয়ার
চবির প্রক্টরসহ প্রশাসনের ১৭ জনের পদত্যাগ
12-03-2023 03:08PM
