দীর্ঘদিন পর আমিরাতে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

  22-11-2022 11:01AM


পিএনএস ডেস্ক: দীর্ঘদিন পর সংযুক্ত আরব আমিরাতে কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

জাকির হোসাইনকে আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

অপর তিনজন যুগ্ম আহ্বায়ক হলেন- প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ, আবদুল ছালাম ও শরাফত আলী।
বিবৃতিতে উল্লেখ করা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি সংশ্লিষ্ট সকলকে নিয়ে (নব্বই) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে ও আহ্বায়ক কমিটির আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হতে পারবেন না।

অনুমোদনের সত্যতা নিশ্চিত করে আহ্বায়ক জাকির হোসাইন বলেন, কমিটির ভিতরে-বাহিরে থাকা ইউএই এর সকল পর্যায়ের সিনিয়র-জুনিয়র নেতৃবৃন্দদের নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিএনপিকে আরও সুসংগঠিত করে ঢেলে সাজানো হবে। গণতান্ত্রিক পন্থায় যাতে একটি সুন্দর কমিটি দেওয়া যায় সেই লক্ষ্য কাজ করবেন তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন