পিএনএস ডেস্ক: সৌদি আরবে কিশোরগঞ্জ জেলার এক প্রতিবেশীর হাতে সাব্বির হোসেন (২৭) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে সৌদি আরবের জেদ্দায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে। সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন সৌদি আরবে প্রবাসী সাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত অভিযুক্ত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়।
নিহতের পরিবার সূত্র জানা যায়, সৌদি আরবের জেদ্দায় পাশের কক্ষে থাকা অন্য বাংলাদেশিদের সঙ্গে সাব্বিরের কথা কাটাকাটি হয়। এই কথা-কাটাকাটিকে কেন্দ্র করে একপর্যায়ে কিল-ঘুসির শিকার হন সাব্বির। এই ঘটনায় সাব্বির তাদের বিরুদ্ধে বিচার দিতে কফিলের (মালিক) কাছে যাচ্ছিলেন। এরপরেই প্রতিপক্ষের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে তার গলা চেপে ধরেন। এতে সাব্বিরের মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা খোঁজ নিয়ে তার মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। আরও বিস্তারিত জানার জন্য ওইখানে যোগাযোগ করছি।
পিএনএস/এমএইউ
সৌদি আরবে বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন!
05-03-2024 10:08AM
