পিএনএস ডেস্ক : জেদ্দা থেকে বাংলাদেশে ফিরেছেন ৫১ সুদান প্রবাসী।
আজ বৃহস্পতিবার (১১ মে) জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে (বিজি৩৩৬) তারা ঢাকায় পৌঁছান।
বাংলাদেশ দূতাবাস ও সৌদি কর্তৃপক্ষের সহযোগিতায় সংঘাতপূর্ণ সুদান থেকে তারা জেদ্দায় আশ্রয় নিয়েছিলেন।
গত ৮ মে জেদ্দা থেকে ১৩৬ জন সুদান প্রবাসী দেশে ফেরেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ হযরত শাহজালাল বিমানবন্দরে উপস্থিত থেকে বলেন, প্রথম তালিকা ছিল ৫০০ জনের, এরপর হয়ে গেল ৪০০ জন। এদের সবাইকে যে আমরা ইমিডিয়েট আনতে পারিনি এটার জন্য আমি দুঃখিত। আপনারা আশ্বস্ত হতে পারেন এদের আমরা অতি সত্ত্বর নিয়ে আসব।
পিএনএস/এমবিবি
জেদ্দা থেকে দেশে ফিরলেন ৫১ সুদান প্রবাসী
11-05-2023 05:50PM
