ফ্রান্সে বাংলাদেশি যুবকের মৃত্যু

  28-05-2023 06:40PM

পিএনএস ডেস্ক : ফ্রান্সে প্রবাসী সাংবাদিক রেজাউল করিম মিঠু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় গত রাত ১১টা ১৫ মিনিটে ফ্রান্সের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রেজাউল করিম মিঠুর বাড়ি সাতক্ষীরার সদর উপজেলার বড়খামার গ্রামে। তিনি ১০ মাস আগে ফ্রান্সে এসেছিলেন।

গত ২৪ এপ্রিল তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর আজ তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন