নতুন চরিত্রের জন্য প্রস্তুত বাঁধন

  09-12-2023 10:49PM

পিএনএস ডেস্ক : কয়েকদিন আগেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নাম ‘এশা মার্ডার : কর্মফল’। পরিচালনা করছেন সানি সানোয়ার। এ সিনেমায় পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে বাঁধনকে। চরিত্রটিতে নিজেকে মানিয়ে নিতে এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে বাঁধন বলেন, ক্যারিয়ারে প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। তাই আগে থেকে প্রস্তুতি নেওয়া জরুরি ছিল। এজন্য সানি সানোয়ার ভাই আমাকে অনেক সাহায্য করেছেন। আমি এরইমধ্যে অনেকের সঙ্গে দেখা করেছি, বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। কিছুদিন আগে দক্ষিণখান গিয়েছিলাম, সেখানকার এসি একজন নারী। তার সঙ্গে কথা বলে, তারা কিভাবে ইনভেস্টিগেশন করেন সেটাসহ বিভিন্ন সাইকোলজিক্যাল বিষয়ও বোঝার চেষ্টা করেছি। এছাড়া প্রতিনিয়ত টিমের বাকিদের সঙ্গে বসেও আমরা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করছি।

তিনি আরও জানিয়েছেন, এ সিনেমার জন্য ফাইটিং ট্রেনিংও নিচ্ছেন।

এ প্রসঙ্গে বাঁধন বলেন, একটি সত্য ঘটনার সঙ্গে ফিকশন যোগ করে এ সিনেমার গল্প সাজানো হয়েছে। এখানে সিনেমাটিক অনেক কিছুই থাকবে। গত দেড় মাস ধরে আমি ফাইটিংয়ের ট্রেনিং নিচ্ছি, যেন আমার হাঁটা, দৌঁড়ানো বা অন্যান্য অঙ্গভঙ্গি ঠিক থাকে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন