পিএনএস ডেস্ক: নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান এবং অভিনেত্রী তানজিন তিশার একটি ভিডিও। স্বল্প সময়ের ওই ভিডিওটি এরই মধ্যে পছন্দের শীর্ষে রয়েছে নেটিজেনদের।
ভাইরাল হওয়া ফারহান-তিশার ওই ভিডিওটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক রিলসের। সেখানে দেখা যাচ্ছে, একটি শুটিং স্পটের মুহূর্তে গানের তালে তালে শুটিং করছিলেন তারা।
ভাইরাল রিলসে কালো শার্ট আর অ্যাশ রঙের প্যান্ট পরেছিলেন ফারহান। অন্যদিকে আকাশি রঙের শাড়ি আর হালকা গোলাপি রঙের আভার ব্লাউজ পরেছিলেন তিশা। খোপায় ছিল শুভ্র সাদা ফুল।
কাপল ড্যান্সের গানের ভিডিওতে ফারহান আর তিশার সঙ্গে পেছনে ছিলেন লাল পাঞ্জাবি পরা এক ঝাঁক তরুণের দল। বিয়ের অনুষ্ঠানের এমন আমেজের রিলস ভিডিও হৃদয় ছুঁয়েছে ভক্ত আর নেটিজেনদের।
ফারহান-তিশার ওই ফেসবুক রিলস ভিডিওর ভিউ এই মুহূর্তে ৩ মিলিয়নেরও বেশি ছাড়িয়েছে।
পিএনএস/এএ
ফারহানের সঙ্গে তিশার ভিডিও ভাইরাল
07-04-2024 11:12PM