মাঙ্কিপক্স সন্দেহে ভারত ফেরত এক বাংলাদেশিকে আইসোলেশন

  10-06-2022 06:09PM

পিএনএস ডেস্ক : বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত আব্বাস আলী নামের এক বাংলাদেশির শরীরে চিকেনপক্স জাতীয় ভাইরাস পাওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

আজ শুক্রবার (১০ জুন) তাকে সদর হাসপাতালে পাঠায় বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। তবে এটি মাঙ্কিপক্সের লক্ষণ কিনা এ মুহূর্তে কোন মন্তব্য করতে রাজি হয়নি স্বাস্থ্যকর্মীরা।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার মহাসিনা রুমপা জানায়, যশোরের বাসিন্দা আব্বাস আলী আজ সকালে ভারত থেকে ফিরে বেনাপোল ইমিগ্রেশনে আসে। এসময় স্বাস্থ্য কর্মীরা দেখতে পায় তার মুখসহ শরীরের বিভিন্ন স্থানে চিকেন পক্সের মত কিছু বের হয়েছে। নির্দেশনা অনুযায়ী পরে তাকে পরীক্ষা নিরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউছুফ আলী জানান, বর্তমানে ঐ যুবক নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তার শরীরে চিকেন পক্সের মত গুটি গুটি বের হয়েছে। তবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এটা কোন ধরনের ভাইরাস সঠিক করে বলা যাবে না।

এর আগে গত ২৩ মে মাঙ্কিপক্স ভাইরাস প্রতিরোধে ভারত ফেরত যাত্রীদের নজরদারী শুরু করে ইমিগ্রেশনের স্বাস্থ্যকর্মীরা।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন