২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩১

  16-05-2023 04:47PM

পিএনএস ডেস্ক : ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৩১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে মঙ্গলবার (১৬ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর তথ্য নেই।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন রোগীদের ২৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং পাঁচজন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০০ রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৭৫ জন ঢাকার এবং ২৫ জন রোগী ঢাকার বাইরের।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন