বরফ গলা পানিই আলিয়া ভাটের রূপের রহস্য

  21-08-2023 03:00AM

পিএনএস ডেস্ক : বিটাউনের বর্তমানে ব্যস্ত অভিনেত্রী আলিয়া ভাট। মিষ্টি এই অভিনেত্রীর বয়স ত্রিশের ঘরে হলেও চেহারার উজ্জ্বলতার যেন কোনো কমতি নেই। তার গোলাপি আভাযুক্ত জেল্লাদার ঝকঝকে সেই ত্বক কিন্তু আপনিও পেতে পারেন।

জেনে নিন, অভিনেত্রীর সেই রূপের রহস্য-

আলিয়া ভাটের প্রতিদিনের ত্বকের চর্চার রুটিনে বরফগলা পানির ফেসিয়াল মাস্ট, যাকে আইস ওয়াটার ফেসিয়াল বলা হয়। কীভাবে করবেন? খুব সোজা। ঘাড়, মুখে ক্লিনজিং করার পর একটা গভীর নিশ্বাস নেন। তারপরই বরফ গলা ঠান্ডা পানিতে মুখ ডুবিয়ে দেন আলিয়া। দুইবার এই পদ্ধতি অনুসরণ করতে হবে।

আসলে, ঘুম থেকে ওঠার পর অনেকের মুখ ফোলা থাকে। আর বাইরে বেরনোর আগে সেই পাফি স্কিনের সমস্যা দূর করতেই এই আইস ওয়াটার ফেসিয়াল-এর জুড়ি মেলা ভার। এতে ত্বক টানটানও হয়। আবার জেল্লাদারও থাকে। আর স্কিন টাইটেনিংয়েও সাহায্য করে এই ঘরোয়া টোটকা। আর এই আইস ওয়াটার ফেসিয়ালের পরই মেকআপের জন্য তৈরি হন আলিয়া।

এমনিতে খুব মিনিমাল মেকআপ পছন্দ করেন। নিজের ত্বকের গোলাপি আভাই তার পছন্দের। আইস ওয়াটার ফেসিয়ালের পর ত্বক ময়েশ্চারাইজিং অবশ্যই করতে হবে। এরপরই সানস্ক্রিন লাগিয়ে নেন আলিয়া। আপনারাও সহজেই বাড়িতে ট্রাই করতে পারেন।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন