করোনা কেড়ে নিয়েছে এক লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মীর প্রাণ

  22-10-2021 10:44AM


পিএনএস ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসের ছোবলে দেড় বছরে মৃত্যু হয়েছে ৮০ হাজার থেকে এক লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মীর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) এ তথ্য জানিয়েছে।

২০২০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত রেকর্ড করা হয়েছে প্রাণহানির এই হিসাব। ধারণা করা হয়, বিশ্বজুড়ে বর্তমানে সাড়ে ১০ কোটি চিকিৎসক-গবেষক-স্বাস্থ্যকর্মী কাজ করছেন।

ডব্লিওএইচও প্রধান তেদ্রোস আধানম বলেন, টিকা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের সবদেশে অগ্রাধিকার দেওয়া উচিত। ১১৯ দেশ থেকে পাওয়া তথ্যানুসারে, প্রত্যেক পাঁচজন স্বাস্থ্যকর্মীর মধ্যে দু’জন আসছেন টিকাদানের আওতায়।

আঞ্চলিক এবং ধনী-দরিদ্র দেশগুলোর কারণেই এ পার্থক্য- এমনটা জানান ডব্লিউএইচও প্রধান। আফ্রিকার ১০ জন চিকিৎসকের মধ্যে মাত্র একজন পাচ্ছেন টিকা।

অন্যদিকে, উন্নত দেশগুলোয় সংখ্যাটি ৮। এর জন্য টিকার অসম বণ্টনকেই দায়ী করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন