ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মুলান', সর্বত্র কড়া সতর্কবার্তা জারি

  10-08-2022 11:25PM

পিএনএস ডেস্ক : চলতি বছরে সৃষ্ট সপ্তম ঘূর্ণিঝড় হয়ে আসছে ‘মুলান’। এটি আঘাত হানবে চীনে। মুলানের প্রভাবে ভূমিধসের ঘটনাও ঘটেছে। ব্যাপক বন্যা এবং ভূতাত্ত্বিক দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকায় পদক্ষেপ গ্রহণের পরামর্শও দেয় চীন।

এদিকে ঘূর্ণিঝড় মুলান ক্রমেই অগ্রসর হওয়ায় চীন হলুদ সতর্কবার্তা জারি করেছে। বুধবার দিনের মধ্যে দেশটির হাইনান ও গুয়াংদং প্রদেশের উপকূলীয় এলাকায় ঝড়টি আঘাত হানতে পারে বলে আভাস দেওয়া হয়।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় মুলানের অবস্থান গুয়াংদং প্রদেশের ঝানজিয়াং নগরীর প্রায় ২২০ কিলোমিটর দূরে লক্ষ্য করা যায়। এ সময় প্রতি সেকেন্ডে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতি ছিল ২৩ মিটার।

আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, মুলান প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে। এর প্রভাবে গুয়াংদং, গুয়াংঝি ও হাইনানে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিভিন্ন জাহাজ ও নৌযানকে বন্দরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন