ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহত; তীব্র নিন্দা জানাল ইরান

  18-08-2022 09:18AM


পিএনএস ডেস্ক : ফিলিস্তিনি জনগণের ওপর দমন অভিযান জোরদার করায় ইহুদিবাদী ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি আজ (বৃহস্পতিবার) সকালে এক টুইটার বার্তায় ওই নিন্দা জানান।

ইসরাইলি সেনারা গতকাল (বুধবার) জর্দান নদীর পশ্চিম তীরে নির্বিচারে গুলি চালিয়ে একজন ফিলিস্তিনিকে হ্ত্যা ও অপর ১৭ জনকে আহত করার পর কানয়ানি এ নিন্দা জানালেন।

তিনি ফিলিস্তিনি জাতির অধিকার রক্ষার প্রশ্নে নীরবতা ভেঙে তাদের অধিকার রক্ষায় এগিয়ে আসার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।

গত ৭০ বছর ধরে ফিলিস্তিনি জনগণ নিজেদের ঘড়বাড়ি ছাড়া। ইহুদিবাদীরা ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে তাদেরকে নিজেদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল।

কানয়ানি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বর্ণবাদী সরকার। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষা করা এখন সময়ের দাবি বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন