সত্যিই কি প্রতিটি হামলার জবাবে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে ইয়েমেন?

  05-12-2022 01:01PM




পিএনএস ডেস্ক: প্রতিটি হামলার জবাবে এখন কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম ইয়েমেন- এমন দাবি করেছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়ার সারিয়ি।

তিনি বলেছেন, তার দেশের সামরিক সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, দেশের সেনারা প্রতিটি হামলার জবাবে এখন কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে।

রবিবার তিনি আরও বলেন, অতীতে শত্রুরা রাজধানীর সানা এবং অন্যান্য প্রদেশে বোমা হামলা চালিয়েছে কিন্তু আমরা এখন প্রতিটি হামলার জবাবে কয়েক ডজন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পারি। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক এই খবর দিয়েছে।

জেনারেল সারিয়ি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী এখন প্রতিটি হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে যাতে শত্রুরা ভীত হয়ে পড়ে এবং ক্ষমতার সমীকরণ ঠিক থাকে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এই নিকৃষ্ট অভিযানে সৌদি আরবের সাথে যুক্ত হয়েছে বাহারইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর। তবে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে এবং এখন পাল্টা হামলায় সৌদি নেতৃত্বাধীন আরব জোট অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। সূত্র: প্রেসটিভি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন