‘ইউক্রেনে রুশ সেনাদের অবস্থা পুতিন ভালো করেই জানেন’

  05-12-2022 03:08PM




পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হেইনেস বলেছেন, ইউক্রেনে আক্রমণ করতে গিয়ে রুশ সেনারা কতটা সমস্যার মুখোমুখি হচ্ছে, পুতিন সেটা ভালোই করেই জানেন।

ক্রেমলিন জানিয়েছে, রুশ দখলকৃত দোনবাস অঞ্চলে ভবিষ্যতে পরিদর্শন করতে পারেন পুতিন। তবে ঠিক কবে পরিদর্শন করবেন সুনির্দিষ্ট করে তা বলা হয়নি।

ক্রেমলিনের এমন তথ্যের পরিপ্রেক্ষিতে শনিবার এক প্রতিরক্ষা ফোরামে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হেইনেস বলেন, যুদ্ধের শুরুতে পুতিন যেমনটা উজ্জীবিত ছিলেন, ইউক্রেনে রুশ সেনাদের খারাপ অবস্থার সংবাদ শোনার পর এখন আর তেমনটি নন। তবে পুতিনকে পরিবেষ্টনকারীরা তাকে খারাপ সংবাদ থেকে বিরত রাখেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গার্ডিয়ানের খবর অনুসারে, ইউক্রেনে রুশ সেনারা কতটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন খারকিভ, খেরসন থেকে তাদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে তার ধারণা পাওয়া যায়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন