ইমরানকে পিটিআই চেয়ারম্যানের পদ ছাড়তে ইসির নোটিশ

  06-12-2022 08:11PM

পিএনএস ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ইমরান খানকে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের পদ ছাড়তে নোটিশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসি)।

বিতর্কিত তোশাখানা মামলায় ইমরান খানের পরাজয়ের জেরেই এ নোটিশ দিয়েছে ইসি।

নোটিশে বলা হয়েছে, এ ব্যাপারে পিটিআই প্রধানকে নোটিশ পাঠানো হয়েছে। ১৩ ডিসেম্বর এ ব্যাপারে শুনানির দিন ধার্য করা হয়েছে। বিদেশি তহবিল বিষয়ে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে সে ব্যাপারেও শুনানি হবে একই দিন।

এর আগে গত ২১ অক্টোবর একই ইস্যুতে ইমরানের পার্লামেন্ট সদস্যপদ বাতিলসহ আগামী জাতীয় ও প্রাদেশিক যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ৫ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল ইসি। পরে ইসলামাবাদ হাই কোর্টের এক আদেশে সেই নিষেধাজ্ঞা স্থগিত করা হয়।

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ-পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে বাইরের বিভিন্ন সরকারপ্রধান ও সরকারি কর্মকর্তাদের কাছ থেকে যেসব দামি উপহার তিনি পেয়েছিলেন, সেসব সম্পর্কে তোশাখানা কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়েছিলেন তিনি।

এ অভিযোগে ইসিতে একটি মামলা দায়ের করা হয়েছিল এবং তদন্তে দোষী সাব্যস্ত হয়ওয়ার পরই এই নিষেধাজ্ঞা দিয়েছিল কমিশন।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন