পিএনএস ডেস্ক : আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ২০ থেকে ২২ মার্চ রাশিয়ায় অবস্থান করবেন চীনের প্রেসিডেন্ট। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং জানান, রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় সফরে ২০ থেকে ২২ মার্চ রাশিয়া সফর করবেন।
গত বছর পুতিনের ইউক্রেন আগ্রাসন শুরুর পর এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং।
ক্রেমলিন চীনা প্রেসিডেন্টের সফরের তথ্য নিশ্চিত করে জানিয়েছে, দুই নেতা ‘কৌশলগত সহযোগিতা’ নিয়ে সম্ভবত আলোচনা করবেন। রাশিয়া ও চীনের মধ্যকার অংশীদারত্বমূলক বিভিন্ন বিষয় আলোচনায় থাকবে।
চীনা প্রেসিডেন্টের মস্কো সফরে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ কিছু চুক্তিও সই হবে বলে জানিয়েছে ক্রেমলিন।
পিএনএস/শাওন
পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন শি জিনপিং
17-03-2023 04:22PM
